চীন সফর সফল হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে শিগগিরই দুই বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'চীন সফর সফল হয়েছে।' ৫ দিনের চীন সফর শেষে শুক্রবার (২৮ জুন) রাত ১০টায় শাহজালাল বিমানবন্দরে নেমে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, 'চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমরা রাজনৈতিক সফরে গিয়েছিলাম। সফর সফল হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সঙ্গে সফল মিটিং হয়েছে। পার্টি টু পার্টি সম্পর্ক আরো নিবিড়-শক্তিশালী হয়েছে।'

বিএনপি মহাসচিব বলেন, 'বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে দুই বছরের মধ্যে একটা রাজনৈতিক সংলাপের জন্য শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।

রাত ১০টা ৪০ মিনিটে এয়ার চায়নার ফ্লাইটে মহাসচিবসহ বিএনপির প্রতিনিধি দল চীনের গুয়াংজু বিমানবন্দর থেকে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইন।

গত ২২ জুন রাতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন যায়। প্রথমে তারা বেইজিং গ্রেট হলে কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন

সেজু