রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ চলছে। আজ (শনিবার, ২৮ জুন) দুপুর ২টায় সমাবেশের মূলপর্ব শুরুর কথা থাকলেও সকাল ১০টা থেকেই বিভিন্ন জেলা থেকে আগত নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্ব। দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
এছাড়াও ফ্যাসিবাদবিরোধী ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতারাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
৫ আগস্টের পর দলটির সবচেয়ে বড় শোডাউনে অংশ নিতে শুক্রবার দিবাগত রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের বহনকারী কয়েকশ' যানবাহন ঢাকায় প্রবেশ করে।