‘সংখ্যানুপাতিক ও স্থানীয় নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র’

সালাহউদ্দিন আহমেদ
রাজনীতি
2

সংখ্যানুপাতিক ও স্থানীয় নির্বাচনের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ (শনিবার, ২৮ জুন) সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যেকোনো দল সংখ্যানুপাতিক চাইতেই পারে কিন্তু, কমিশনে আলোচনায় এ বিষয়ে কোনো ঐকমত্য পায়নি বিএনপি।’

বাংলাদেশের বাস্তবতায় সংখ্যানুপাতিক পদ্ধতি উপযুক্ত নয় তাই বিএনপি এটা প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘মানুষ জাতীয় নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ আছে তবে স্থানীয় নির্বাচনের জন্য নয়।’

এএইচ