আজ (শনিবার, ২৮ জুন) বিকেলে জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক নেতা ও সরকারের সংস্কৃতি উপদেষ্টা।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানের শুরুতে ২০ মিনিটের ডকুমেন্টারিতে ফুটে ওঠে জিয়াউর রহমানের ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক জীবনের গল্প।
ভঙ্গুর একটি দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করা ও দেশের মানুষের সঙ্গে মিশে যাওয়ার গল্প শোনান বক্তারা। বলেন, কৃষি ও কৃষকবান্ধব জিয়া সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন।
আরো পড়ুন:
আওয়ামী লীগের প্রতিবেশী দেশের পালিয়ে যাওয়ার সমালোচনা করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আগামী নির্বাচন, আগামী সরকার ও বিরোধী দলের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তম উদাহরণ।’
শেখ হাসিনা স্বাধীনতার ঘোষণার জালিয়াতি করে বাংলাদেশের সংবিধান কলুষিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের শর্ত যদি হয় সব প্রস্তাব মানতে হবে, তাহলে ঐকমত্য হবে কেমন করে, প্রশ্ন করেন তিনি। বক্তব্য শেষে জিয়াউর রহমানকে নিয়ে আর্কাইভের উন্মোচন করেন সালাউদ্দিন আহমেদ।