‘মুরাদনগরের ঘটনায় আ.লীগ কর্মীরা জড়িত, বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
রাজনীতি
0

কুমিল্লার মুরাদনগরে সংঘটিত অপকর্মের সঙ্গে আওয়ামী লীগ কর্মীরা জড়িত থাকলেও তার দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (২৯ জুন, রোববার) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়ায় এমন ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা বন্ধে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তা দৃশ্যমান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে এবং তাদের হেয় করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকার। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

উল্লেখ্য, কুমিল্লার মুরাদনগরে গত ২৬ জুন রাত ৮টায় মুরাদনগর থানাধীন রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ফজর আলী এক নারীকে ধর্ষণ করেছে, এমন অভিযোগে এলাকার লোকজন ঘটনাস্থলে তাকে আটক করে মারধর করেন। পরে ফজর আলী সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ঘটনাটির ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। ভিকটিমের লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, আজ ভোর ৫টার দিকে রাজধানীর সায়েদাবাদ থেকে ধর্ষণ মামলার মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের মূল আসামিসহ ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবার অভিযোগে জড়িত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ।

এনএইচ