মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি
1

কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে এক নারীকে শ্লীলতাহানি ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল (শনিবার, ২৮ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘নারীকে শ্লীলতাহানি ও নির্যাতন এক নির্মম, কলঙ্কজনক ও ঘৃণ্য ঘটনা। এই বর্বরোচিত ঘটনা দেশের বিবেকবান মানুষকে ব্যথিত করেছে। অথচ একটি কুচক্রী মহল এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদী আমলের ধারাবাহিকতায় ক্ষমতাসীন মহল নিজেরাই সংখ্যালঘুদের ওপর হামলা করে বিএনপি বা বিরোধী পক্ষের ওপর দায় চাপাচ্ছে। মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করে এক উপদেষ্টা এলাকায় প্রভাব বিস্তারে লিপ্ত হয়েছেন। এতে দুষ্কৃতিকারীরা উৎসাহিত হয়ে নানা অপরাধে জড়াচ্ছে, পাচ্ছে দেশ-বিদেশের মদদও।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘মুরাদনগরে এই নারীর ওপর পাশবিক হামলা শুধু নারী নির্যাতন নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা তোলার নোংরা কৌশল। সরকার পতনের পরেও আমরা যে সম্প্রীতির বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, সেটিকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হচ্ছে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘নারী নির্যাতনকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তারা মানবসভ্যতার শত্রু। আমি অবিলম্বে ওই নারীকে নির্যাতনের সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

মির্জা ফখরুল দেশের জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ধর্ম, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই পাষণ্ডদের প্রতিহত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি সুস্থ সমাজ ও নিরাপদ রাষ্ট্র।’

এনএইচ