জুলাই শহীদদের পুনর্বাসন নয়, দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে: সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
রাজনীতি
0

ভবিষ্যৎ রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের ঋণ স্মরণ রাখতে হবে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, পুনর্বাসন নয়, রাষ্ট্রকে জুলাইয়ে আত্মত্যাগকারীদের দায়িত্ব নিতে হবে।

আজ (শুক্রবার, ৪ জুলাই) বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মেলন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই মাসেই ‘জুলাই সনদ’ হবে বলে আশাব্যক্ত করে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী ৫ আগস্টের পূর্বে ন্যায়বিচার দৃশ্যমান না হলে জুলাই শহীদদের আত্মা কষ্ট পাবে।’ 

ভবিষ্যতে যাতে কেউ জবরদস্তি করতে না পারে সেজন্য ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে ১ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সমাবেশের ঘোষণা দেন সাকি। 

আলোচনায় অংশ নিয়ে আলোকচিত্রী শহিদুল আলম বলেন, ‘জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের ভুলে গেলে সরকারকে ভবিষ্যতে মীরজাফর হিসেবে আখ্যায়িত করা হবে।’

এসএইচ