পিআর পদ্ধতিতে নির্বাচন আমাদের প্রেক্ষাপটে উপযোগী নয়: মোয়াজ্জেম হোসেন

প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখছেন মোয়াজ্জেম হোসেন আলাল
রাজনীতি
0

পিআর পদ্ধতিতে নির্বাচন আমাদের প্রেক্ষাপটে উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। আজ (রোববার, ৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে এ কথা বলেন তিনি। ২০১১ সালে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইফ জয়নাল আবদিন ফারুকের ওপর হামলার সাথে জড়িত হারুন বিপ্লবদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন আমাদের প্রেক্ষাপটে উপযোগী নয়। তবু কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে এটি নিয়ে জটিলতা সৃষ্টি করার চেষ্টা করছে।’

জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যে দল যত কিছুই করুক, ভোটের মাঠে, মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি।’ বলেন, এখন দেশ গড়বার সময়, ভাঙ্গার নয়।

এ সময় বিএনপির কর্মীদের মব কালচার না করার আহ্বান জানান তিনি।

এএইচ