আইনগতভাবে শাপলা পেতে বাধা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

কথা বলছেন মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী
রাজনীতি
0

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রতীক হিসাবে নৌকাকে তালিকা থেকে বাদ দেয়ার প্রস্তাব দিয়েছে এনসিপি। একইসাথে শাপলাকে বরাদ্দ না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। এসময় এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আইনগতভাবে শাপলা পেতে বাধা নেই।’ বাধা আসলে রাজনৈতিকভাবে লড়াই করার ঘোষণাও দেন তিনি।

আজ (রোববার, ১৩ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সাথে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠক শেষে এসব জানান তিনি। ইসি পুনর্গঠন করা জরুরি জানিয়ে এনসিপির এ নেতা বলেন, ‘নির্বাচনের আগেই তা করবে হবে।’

এসময়, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের পরও কমিশনে নৌকা প্রতীক বহালের সমালোচনা করে এটি বাতিলের দাবি দলটির। বৈঠকে দল নিবন্ধনের অগ্রগতি এবং প্রবাসী ভোট নিয়ে আলোচনা হলেও দলটির প্রত্যাশিত শাপলা প্রতীকের বিষয়েই বিশেষভাবে গুরুত্ব পায়।

তিনি বলেন, ‘শাপলাকে জাতীয় প্রতীক বলে যে অপব্যাখ্যা ছড়ানো হচ্ছে তা ঠিক নয়।’ নিবন্ধনের শর্ত পূরণ করে শাপলা প্রতীকেই নিবন্ধন পেতে আশাবাদী এনসিপি বলে জানান দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সেজু