বিএনপির বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে মমেক চিকিৎসকদের বিক্ষোভ

চিকিৎসকদের বিক্ষোভ
এখন জনপদে
রাজনীতি
0

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে পৈশাচিকভাবে হত্যা, ইমামের ওপর হামলা ও পায়ের রগ কেটে দলীয় কর্মী খুনসহ বিভিন্ন অপপ্রচার ও কটূক্তি কারীদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) চিকিৎসকরা। আজ (রোববার, ১৩ জুলাই) বেলা ১২ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের মূল ফটকের সামনে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।

এসময় ড্যাব ময়মনসিংহ, শিক্ষক সমিতি, মেডিকেল কলেজ ছাত্রদল, চিকিৎসক অ্যাসোসিয়েশন, নার্সেস অ্যাসোসিয়েশন ও তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা বলেন, মিটফোর্ডের ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের পর, হত্যাকারীকে দল থেকে বহিষ্কারের পরও দেশ বিরোধী অপশক্তিরা বিভিন্ন ভাবে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার করে আসছে।

সামনে দেশ যখন একটি নির্বাচনের দিকে এগোচ্ছে তখন দেশকে অস্থিতিশীল করতে চক্রটি এ ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধ না করলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, বিএমএয়ের সাবেক সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, সাবেক ড্যাবের কেন্দ্রীয় সদস্য ডা. মো. ইসহাক, মমেক শিক্ষক সমিতির সভাপতি ডা.আসাদুজ্জামান রতন, ডা.মাহমুদুল হাসান, ডা. আরমামসহ ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নূর এ জাওয়াত রুতাব ও মেহেদী হাসানসহ জাতীয়তাবাদী দলের অন্যান্য সদস্যরা। বিক্ষোভ শেষে একটি মিছিল বের করলে মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার মূল ফটকের সামনে এসে শেষ হয়।

সেজু