কয়েক দফা দাবিতে কুষ্টিয়ায় ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের উদ্যোগে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল
এখন জনপদে
রাজনীতি
6

স্বৈরাচার গেছে দিল্লী, রাজাকার যাবে পিণ্ডি’ এমন স্লোগানে স্লোগানে উত্তাল কুষ্টিয়া শহর। আজ (সোমবার, ১৪ জুলাই) বিকেল ৫টায় জেলা ছাত্রদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাসে জড়ো হন নেতাকর্মীরা।

সেখান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিঙ্গার মোড়ে গিয়ে শেষ। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত সহ ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে আজকের এ বিক্ষোভ। এছাড়াও মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে, তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করেছে। প্রোপাগান্ডা সৃষ্টিকারীদের স্বপ্ন এ বাংলাদেশের মানুষ মেনে নিবে না।

কুরুচিপূর্ণ বক্তব্য এবং অশ্লীল স্লোগান দিয়ে মিথ্যাচার করছেন তাদের সাবধান হওয়ার জন্য বিক্ষোভ মিছিল থেকে জানানো হয়। এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির রোধে অন্তর্বর্তী সরকারকে কার্যকারী পদক্ষেপ নিতেও সমাবেশ থেকে দাবি জানান ছাত্রদলের নেতারা।

এএইচ