আজ (বুধবার, ১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
আব্দুল মঈন খান জানান, যারা দেশের গণতন্ত্র চান না তাদের সাথে বিএনপির সখ্যতা নেই। এসময়, নতুন প্রজন্মের ভোটের মাধ্যমে দেশে নির্বাচিত সরকার এলে ২৪ এর গণঅভ্যুত্থানের বিজয় পূর্ণতা পাবে বলেও মন্তব্য করেন তিনি।
একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন ঠেকাতে দেশবিরোধী অশুভ শক্তি কালো টাকার জোগান দিচ্ছে।
এছাড়া প্রকাশ্যে বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করায় জামায়াতে ইসলামীকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান জয়নাল আবদিন।