আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় মামুনুল হক বলেন, ‘উচ্চকক্ষে সম্পূর্ণ পিআর এবং নিম্নকক্ষে মিশ্র পদ্ধতিতে পিআর চায় খেলাফত মজলিস।’
তিনি বলেন, ‘চলমান নির্বাচনী ব্যবস্থা শুভঙ্করের ফাঁকি রয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সে সুযোগ থাকবে না।’
এসময় সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের পক্ষ থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২২৩ প্রার্থী ঘোষণা করেন খেলাফত মজলিসের আমির।
সংবাদ সম্মেলনে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় নিন্দা জানায় খেলাফত মজলিস।