সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা জুলাই ছাত্র গণ-অভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি—চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি।’
তিনি বলেন, ‘পতিত শক্তি গণঅভ্যুত্থানের শক্তির ওপর হামলা করবে, এটি কখনও কাম্য ছিল না। সরকারের নিরবতা আর এনসিপির অপরিকল্পিত কর্মসূচির কারণে গণঅভ্যুত্থানের শক্তির ওপর এমন হামলা হয়েছে।’
বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে অভিযোগ তুলে সালাহউদ্দিন বলেন, ‘৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা এই সরকারের সফলতা কামনা করেছি। আমরা এই সরকারকে সব সময় সব ধরনের সহযোগিতা করেছি। কিন্তু আজ গণ-অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে।’
এ সময় জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘গণতন্ত্রে উত্তরণের জন্য যে জাতীয় ঐক গড়ে উঠেছে, যেকোনো মূল্যে এই ঐক্যকে অটুট রাখতে হবে।
নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশ শেষে যুবদলের বিক্ষোভ মিছিল নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর, প্রেসক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।