‘ভোটের অধিকার মানেই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করা’

বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
এখন জনপদে
রাজনীতি
0

ভোটের অধিকার মানেই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ (শনিবার, ১৯ জুলাই) বিকেলে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড় এলাকায় গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণের ভোটের অধিকার মানেই একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং সে জনপ্রতিনিধিরা সরকার গঠন করবে।’

বিগত সরকারের আমলে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি উল্লেখ করে এসময় তিনি বলেন, ‘যার যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। দিনের ভোট দিনে দিবে, রাতে দিবে না।’

প্রধান উপদেষ্টাকে যথাসময়ে ভোটের আয়োজন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘কেউ যদি উপদেষ্টাকে চাপ দেয়, নির্বাচনে বাধা দেয় তবে বিএনপি তাদের পাশে থাকবে।’

শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী ৪ আসনের সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল। এছাড়া জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এএইচ