তিন নেতার মৃত্যুতে জামায়াত আমিরের শোক; সফল আয়োজনের জন্য দেশবাসীকে কৃতজ্ঞতা

বাংলাদেশ জামায়াতে ইসলামী
রাজনীতি
0

জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে তিন নেতাকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশ সফল করায় দেশবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দলটি।

আজ (রোববার, ২০ জুলাই) পৃথক দুটি বিবৃতিতে দলের আমির ও সেক্রেটারি জেনারেল এই প্রতিক্রিয়া জানান।

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, ‘শ্রদ্ধাভাজন তিন ভাই যে ত্যাগ ও দৃঢ় সংকল্প নিয়ে সমাবেশে অংশ নিতে রওনা হয়েছিলেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি নিহত ভাইদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করছি। আল্লাহ তাআলা যেন তাদের শহিদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন।’

তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, ‘নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন।’

উল্লেখ্য, ১৯ জুলাই সমাবেশে অংশ নিতে এসে সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলার জামায়াত আমির মাওলানা আবু সাঈদ এবং পাবনার ঈশ্বরদী উপজেলার মোস্তাফিজুর রহমান। একইদিন সমাবেশস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুরের শাহ আলম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অপরদিকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ‘জাতীয় সমাবেশ সার্বিকভাবে অত্যন্ত সফল হয়েছে। এতে দেশব্যাপী জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, জনগণ জামায়াতে ইসলামীর প্রতি তাদের ভালোবাসা ও আস্থা পুনরায় প্রকাশ করেছে।’

তিনি সমাবেশে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগসমূহের প্রতি কৃতজ্ঞতা জানান।

পরওয়ার বলেন, ‘মহান আল্লাহর রহমত, সকলের আন্তরিক সাহায্য-সহযোগিতা ও অনুকূল আবহাওয়ার কারণে এ সমাবেশ সফল হয়েছে। এজন্য আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ।’

এছাড়া অসুস্থ আমিরে জামায়াতকে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইবনে সিনা হাসপাতালে যান এবং তার সুস্থতা কামনায় দোয়া করেন। দেশি-বিদেশি অনেক শুভাকাঙ্ক্ষীও তার জন্য দোয়া করেছেন, যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান।

এনএইচ