আজ (সোমবার, ২১ জুলাই) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, ‘বিমানবাহিনীর কিংবা সিভিল অ্যাভিয়েশনের ঘনবসতিপূর্ণ এলাকায় এমন প্রশিক্ষণ কার্যক্রম কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিস্তীর্ণ এলাকায় এ ধরনের প্রশিক্ষণ হতে পারত।’
রিজভী আরও বলেন, ‘এখানকার এয়ারপোর্ট ঘিরে আশপাশে যেভাবে অপরিকল্পিতভাবে নগরায়ণ হয়েছে, তাতে এই ধরনের দুর্ঘটনা আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারত। এটা আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে।’
তিনি দুর্ঘটনায় নিহত পাইলট ও আহত শিক্ষার্থীদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।