উপদেষ্টা পরিষদ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ: মেজর হাফিজ

সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
এখন জনপদে
রাজনীতি
0

বর্তমান উপদেষ্টা পরিষদ দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। আজ (শনিবার, ২৬ জুলাই) দুপুরে ভোলার লালমোহনে তৃণমূল বিএনপিকে আরও সংগঠিত করার লক্ষ্যে আয়োজিত বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান উপদেষ্টা পরিষদ দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এ পরিষদে আওয়ামী লীগের দোসর রয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, সরকার তাদের খবর রাখছে না।’

১৮ বছর পর লালমোহনে এ সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেন, ‘নানা ধরনের আতেলরা মনের মাধুরী মিশিয়ে সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তারা একের পর এক সংস্কার প্রস্তাব নিয়ে আসছে। তার একটা হলো পিআর পদ্ধতি অর্থাৎ আনুপাতিক হারে ভোট। মানুষ প্রার্থীর চেহারা দেখতে চায়। একজন মানুষের গুণাগুণ বিচার করে অতীতের কর্মকাণ্ড বিশ্লেষণ করে সাধারণ মানুষ ভোট দিবে। সুতরাং কোনো কুচক্রী মহলের কথায় আপনারা কান দেবেন না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস দেশ বরেণ্য ব্যক্তি। কিন্তু দুঃখের বিষয় তার উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে। এমনকি জুলাইয়ে যারা আহত হয়েছে হাসপাতালে কাজ যাচ্ছে, তাদের দেখতে যাওয়ার সময় পর্যন্ত তাদের নেই।’

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি তার উপদেষ্টা পরিষদ উল্টো নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। তাদের মনের গোপন ইচ্ছা এ সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক। কিন্তু এ সময়ের মধ্যে অর্থনীতি ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছে। উনারা যেভাবে দেশ চালাচ্ছে এভাবে একটা দেশ চলতে পারে না। নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করার কোনো উপায় নেই।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। হাসিনা গণতন্ত্রকে হত্যা করতে প্রহসনের নির্বাচন করছে। তাই এক কাপড়ে ভারত পালাতে হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এ দেশের কপালে দুঃখ আছে। আমারা অর্থনীতির উন্নয়ন চাই।’ তাই দেশের উন্নয়নের স্বার্থে নির্ধারিত সময়ে ভোট দেওয়ার দাবি জানান তিনি।

লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারা হাফিজ আর্কের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আ.ক.ন কুদ্দুস রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভোলা জেলা সমন্বয়ক আবু নাছের রহমত উল্লাহ, জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রায়সুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনের প্রথম অধিবেশনে সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন এবং দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলরদের ঐকমত্যের মাধ্যমে মো. জাফর ইকবালকে সভাপতি ও বাবুল পঞ্চায়েতকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএ