আগামী ৩ আগস্ট ছাত্র সমাবেশ করবে ছাত্রদল

শহিদ মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ছাত্রদল সভাপতি
রাজনীতি
0

আগামী ৩ আগস্ট ঢাকায় ছাত্র সমাবেশ করবে ছাত্রদল। তবে সমাবেশ স্থল কোথায় হবে সেটি নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। আজ (সোমবার, ২৮ জুলাই) সমাবেশ স্থল হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

এসময় তারা জানান, এনসিপিও একই দিনে শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দেয়ায় এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি সংগঠনটি।

তারা আরও জানান, এনসিপির সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত আসবে। তবে, জনদুর্ভোগ এড়াতে কেন্দ্রীয় শহীদ মিনারেই সমাবেশ করতে চায় ছাত্রদল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ বিষয়ে ছাত্রদলের সভাপতি রাকিব বলেন, আগামী ৩ আগস্ট বাংলাদেশ ছাত্রদল ঐতিহাসিক ছাত্রসমাবেশে আয়োজন করেছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ভূমিকাকে স্মরণ করে এবং বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, যারা আহত হয়েছে তাদের স্মরণে রেখে আমরা বেশ কয়েকটি কর্মসূচি এরইমধ্যে পালন করেছি। ১ জুলাই থেকে আমাদের এসব কর্মসূচি চলমান রয়েছে।’

এএইচ