‘সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অতীতের সরকারগুলোর হস্তক্ষেপে লণ্ডভণ্ড হয়েছে’

জামায়াত আমিরের ফেসবুক পোস্ট
রাজনীতি
0

বাংলাদেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান অতীতের রাজনৈতিক সরকারগুলোর হস্তক্ষেপে লণ্ডভণ্ড হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (সোমবার, ২৮ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

এ পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান অতীতের রাজনৈতিক সরকারগুলোর হস্তক্ষেপে লণ্ডভণ্ড হয়ে পড়েছে, যার খেসারত এ দেশের জনগণকে দিতে হচ্ছে। এমন অবস্থা ভবিষ্যতে আর চলতে দেওয়া উচিত নয়।

পোস্টে তিনি আরও লেখেন, ‘আমরা যদি দেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সেবা করার সুযোগ পাই, তাহলে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করে একটি স্বতন্ত্র সংস্থার মাধ্যমে নিয়োগ দেওয়ার পক্ষে থাকব। এ অবস্থান একেবারেই স্পষ্ট, এখানে কোনো অস্পষ্টতা নেই।’

দেশ ও জাতির স্বার্থে এর কোনো বিকল্প নেই এবং এর ব্যত্যয় হলে সমাজকে ঘুনে ধরা অবস্থা থেকে মুক্ত করা সম্ভব নয় বলেও তিনি এ পোস্টে উল্লেখ করেছেন।

এসএইচ