এসময় বিএনপি ক্ষমতায় গেলে রাজনীতি ও অর্থনীতি পাশাপাশি চলবে জানিয়ে আমির খসরু বলেন, ‘অর্থনীতি থাকবে সকলের জন্য মুক্ত।’
বক্তৃতার সময় রংপুর অঞ্চল থেকে দেশের অভ্যন্তরীণ অভিবাসনের চিত্র তুলে ধরে এ অঞ্চলে শিল্পায়নের গুরুত্ব এবং কর্মীদের দক্ষতা উন্নয়নের প্রসঙ্গ টানেন তিনি।
রংপুরে ইন্টারনেট ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিয়ে আমির খসরু বলেন, ‘রংপুরের মানুষকে কাজের জন্য আর বাইরে যেতে হবে না। আগামী দিনে রংপুরে দক্ষতা উন্নয়ন কেন্দ্র নির্মাণ করা হবে।’
আগামী দিনে ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন প্রতিষ্ঠান সৃষ্টিতে উদ্যোক্তাদের আবেদন পুরোপুরি অনলাইন নির্ভর হবে বলেও জানান আমির খসরু।
এসময় ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা।