চব্বিশের আন্দোলনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে পিআর পদ্ধতি নির্বাচন ও উচ্চকক্ষ ছিল কি না—সেটাই এখন প্রশ্ন।’
নজরুল ইসলাম খান বলেন, ‘এ মুহূর্তে প্রধান দাবিই হলো গণতন্ত্র উত্তরণ ও জনগণের পুনরুদ্ধার। বাংলাদেশে ঐতিহাসিক যত সংস্কার হয়েছে, সবই বিএনপি করেছে। অথচ বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করা হচ্ছে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘কেউ কেউ নতুন জোট তৈরির চেষ্টা করেছেন। কিছুদিন আগেও যারা একে অপরকে বেইমান বলতেন, তারাই এখন ঐক্য করছেন। কেউ কেউ নতুন দলকে সংগঠিত করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে।’
তিনি অভিযোগ করেন, ‘যারা এই দেশে গুম-খুন করছে, তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পরিষ্কার। তাদের দ্রুত বিচার হওয়া উচিত। বিএনপি ক্ষমতায় গেলে বিচার বিলম্বিত হবে—এমন মন্তব্য যারা করেন, তারা মতলববাজ।’