গণভুত্থানের মুখে শেখ হাসিনা ঠিক এক বছর আগে দেশ ছেড়ে পালিয়ে যায়। এতে সাধারণ জনগণ পেয়েছে বাক স্বাধীনতা। আর বিরোধী দলগুলো পেয়েছে হামলা-মামলা থেকে মুক্তি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে তাই ঢাকার বিভিন্ন প্রান্তে জামায়াতে ইসলামী পালন করে গণমিছিল ও সমাবেশের মতো কর্মসূচি।
আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) সকালে পল্টন মোড় ঢাকা মহানগর দক্ষিণ আয়োজন করে এক সংক্ষিপ্ত সমাবেশের। যেখানে হাজারো নেতাকর্মী হাজির হন মিছিল নিয়ে। তাদের মুখে ছিল স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান আর নতুন বাংলাদেশ গড়ার আশা।
সমাবেশে দলটির মহানগর আমির বলেন, আগামীতে ফ্যাসিবাদমুক্ত এক বাংলাদেশ গড়তেই জামায়াতের কর্মীরা শপথবদ্ধ। তাই তিনি সংস্কারের মাধ্যমে আগামীর নির্বাচন দাবি করে।
এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংস্কারের মৌলিক কাজ শেষ না করে নির্বাচন মেনে নেবে না জামায়াত। দুই বছর পর সংস্কার বাস্তবায়ন এমন শুভঙ্করের ফাঁকি মেনে নেয়া হবে না। এ বিষয়ে বলেন, বিপ্লবের এক বছর পার হলেও সরকারের কিছু ভূমিকা সংশয় তৈরি করছে।’
এর আগে ঢাকা উত্তর জামায়াতের আয়োজনে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘একটি দল মুখে সংস্কারের কথা বললেও মনে তারা মানে না। আগামী দিনে অবৈধ কাজ করার জন্যই দলটি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় না।’