এ ঘটনার জেরে জেলা বিএনপির শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করে বেরিয়ে যান। পরে দুপুর ২টায় শহরের বড়হরিশপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অনুষ্ঠান বয়কটসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। এসময় বিএনপি নেতারা জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন।
আরও পড়ুন:
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘নাটোর সদর উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে ১০ জন বিএনপি নেতাকে আমন্ত্রণ জানানো হয়। সে মোতাবেক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরীসহ কয়েকজন বিএনপি নেতারা শনিবার সকাল সোয়া ১০টার দিকে কানাইখালি মিনি স্টেডিয়ামে যান।’
তিনি বলেন, ‘এসময় বিএনপি নেতারা স্টেডিয়ামের প্রধান ফটক হয়ে উদ্বোধনী অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব বাধা প্রদান করলে তাৎক্ষণিক বিএনপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।’