দখল-চাঁদাবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ বিএনপি সভাপতির পদ স্থগিত

সাহাব উদ্দিন
এখন জনপদে
রাজনীতি
1

দখল ও চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে। গতকাল (সোমবার, ১১ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাহাব উদ্দিনের স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:

দলের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা। সম্প্রতি সিলেটে সাদাপাথর এলাকায় পাথর লুটের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের জড়িত থাকার অভিযোগ ওঠে।

এসএস