পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য দেশ প্রস্তুত নয়: রিজভী

রুহুল কবির রিজভী
রাজনীতি
0

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ এখনও প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, এই পদ্ধতির দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে এবং এটি দেশে টেকসই হবে না।

আজ (বুধবার, ১৩ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।

আরও পড়ুন

রুহুল কবির রিজভী বলেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন দেশে কার্যকর হবে না। এর পেছনে গোপন উদ্দেশ্য রয়েছে।’ তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করেন এবং তাদের আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

এনএইচ