ফজলুর রহমান গণঅভ্যুত্থান নিয়ে অবমাননাকর মন্তব্য করার দাবি জানিয়ে আজ (রোববার, ২৪ আগস্ট) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করে সংগঠনটি।
আরও পড়ুন:
এসময় সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়, ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো ধরনের আপত্তিকর মন্তব্য গণতান্ত্রিক ছাত্র সংসদ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
একইসঙ্গে তারা আরও বলেন, বিএনপির ব্যানারে থেকে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান তিনি। জুলাই নিয়ে যারা প্রশ্ন তোলে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না। বিক্ষোভ শেষে ফজলুর রহমানের কুশপুত্তলিকা পোড়ানো হয়।