জয়নুল আবদিন ফারুক বলেন, ‘নির্বাচন ঠেকানোর কথা যারা বলেন, নির্বাচন আটকানোর শক্তি নেই আপনাদের। যারা পিআর চান, তার আগে জনমত যাচাই করেন, কতো শতাংশ মানুষ আপনাদের চায়— সেটি প্রমাণ হবে।’
অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘সংবিধান সংশোধনের কোনো এখতিয়ার অনির্বাচিত সরকারের নেই।’
এ সময় জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেয়া একটি অবান্তর বিষয় বলেও মন্তব্য করেন বিএনপির নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত সরকার আগামীতেও তাই হবে। কোনো অনির্বাচিত সরকারের দায়িত্ব সংবিধান সংশোধন নয়। জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেয়া এটি একটি অবান্তর কথা।’
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বিদ্যমান সংবিধান যারা ছুড়ে ফেলার কথা বলেন তারা জানেই না এটি আওয়ামী লীগের সংবিধান নয়। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতাই চায়নি। অখণ্ড পাকিস্তান চেয়েছে। ৯ মাস যুদ্ধ করে স্বাধীন করেছে দেশের জনগণ। যুদ্ধপরবর্তী ভারতের দয়ায় ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ।’
এছাড়া স্বাধীনতার সূচনা মেজর জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।