গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে এসব কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক।
আরও পড়ুন:
ডা. জাহিদ বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছিল। সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।’
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতেই বিএনপি চেয়ারপারসনকে গুলশানের বাসভবন ফিরোজায় নেয়া হয়।