তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে জয়ী হবে বিএনপি: আলহাজ্ব নুরুল ইসলাম মনি

বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি
এখন জনপদে
রাজনীতি
9

বাংলাদেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেবো না এবং তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে জয়ী হবে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরগুনায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করে বরগুনা জেলা বিএনপি। বেলা ১১টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে দলটির নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট প্রাঙ্গণে এসে সমাবেশে রূপ নেয়।

আরও পড়ুন:

সমাবশে দলটির ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেন, ‘বরগুনার দুটি আসনের মানুষ এখন বিএনপির নেতৃত্বের অপেক্ষায়। সারাদেশ অপেক্ষায় আছে তারেক রহমানের। বাংলাদেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেবো না এবং তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে জয়ী হবে বিএনপি।’

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, ক্রোড়পত্র প্রকাশসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এসময় বরগুনা জেলা বিএনপি, উপজেলা বিএনপি, জেলা মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইএ