আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
এসময় তিনি অভিযোগ করেন, গেল ১৭ বছরে দেশে খাল কেটে আওয়ামী লীগ নামে একটি কুমির আনা হয়েছিল। তবে বিএনপি ক্ষমতায় গেলে খাল কেটে কুমির নয় বরং স্বচ্ছ পানি প্রবাহ আনবে বলে দাবি করেন গয়েশ্বর।
জনগণের চাওয়া-পাওয়া পূরণে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে দেশবাসীর কাছে অনুরোধও করেন তিনি।