বাংলাদেশের জনসংখ্যার চেয়ে শিবিরের বট আইডি বেশি: ছাত্রদলের আমানউল্লাহ আমান

রাজশাহী
ছাত্রদলের সংবাদ সম্মেলন
এখন জনপদে
রাজনীতি
0

বাংলাদেশে যত জনসংখ্যা আছে তার চেয়ে শিবিরের বট আইডি বেশি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি জানান, রাবি বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যেও শিবির অনুপ্রবেশ করেছে।

আমানউল্লাহ আমান বলেন, ‘কোনো সংশ্লিষ্ট এলাকায় শিবিরের ১০ জন সদস্য থাকলেও, সেই এলাকার শিবিরের সভাপতি যদি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট দেয়, তাহলে সেখানে ১০ হাজার লোক কমেন্ট করে। আমার প্রশ্ন হলো এ লোকগুলো কি জান্নাত থেকে আসে? নাকি জাহান্নাম থেকে ছুটি নিয়ে আসছে? আমরা জানি না।’

তিনি বলেন, ‘তাই আমি তাদের আহ্বান জানাই আপনাদের আসল জনবল সামনে নিয়ে আসুন। আড়াল থেকে লুকিয়ে বক্তব্য দেবেন না। বাংলাদেশের শিক্ষার্থীরা এখন এমন রাজনীতি আর গ্রহণ করছে না।’

আরও পড়ুন:

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলে রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করায় রাবি শাহ মখদুম হলের ছাত্রদলের সহ সভাপতি, দর্শন বিভাগের ২০১৮-১৯ সালের শিক্ষার্থী আনিসুর রহমান মিলনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

এসএস