ফ্যাসিস্ট শাসনে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো বিএনপি নতুন করে গড়বে: ফখরুল

ঠাকুরগাঁও
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এখন জনপদে
রাজনীতি
1

ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো বিএনপি নতুন করে গড়ে তুলবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থার কথাও উল্লেখ করে তিনি।

এদিকে প্রায় আট বছর পর জেলা সম্মেলনের আয়োজনে উচ্ছ্বসিত দলের সর্বস্তরের নেতাকর্মীরা। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে মিছিলসহ ঠাকুরগাঁও বড় মাঠে সমবেত হন তারা।

মির্জা ফখরুল বলেন, ‘মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ সম্মেলন। তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত হবে সেই প্রতিশ্রুতি এ সম্মেলন থেকে দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শাসনব্যবস্থায় যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সেগুলো শক্তিশালী করবে বিএনপি। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে শক্তিশালী করতে হবে।’

সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন:

বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় কলেবরে জেলা বিএনপির কাউন্সিলস্থল হয়ে উঠেছে নেতা কর্মীদের মহামিলনের উপলক্ষ। বিএনপির গঠনতন্ত্রে জেলা কমিটি ১৫১ সদস্যের হলেও কেবল পাঁচটি পদের বিপরীতে ১১জন মনোনয়নপত্র জমা জমা দিয়েছিলেন।

তবে সভাপতি পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচনের ঘোষণা থাকলেও এবার ভোট হতে পারে কেবল সাধারণ সম্পাদক পদে। বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে জানিয়েছেন বিএনপির নেতা কর্মীরা।

এসএস