জনগণের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে নির্বাচনে দাঁড়ান— জামায়াতকে সালাহউদ্দিন

কথা বলছেন সালাহউদ্দিন আহমেদ
রাজনীতি
0

জামায়াতকে জনগণের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জামায়াতের উদ্দেশে বলেছেন, জনগণের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান।

আজ (শনিবার, ২২ নভেম্বর) দুপুরে রাজধানীর শহিদ মিনারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ পলায়ন করলেও আওয়ামী ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটন এখনো বাকি।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনার রায় ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। এ রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষ এবং ভবিষ্যৎ সরকারকে মাথায় রাখতে হবে, এ দেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই।’

আরও পড়ুন:

এছাড়া অপরাজনীতির সংস্কৃতি পরিহার করে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অপরাজনীতির সংস্কৃতি পরিহার না হলে, সুযোগ পেতে পারে পতিত আওয়ামী লীগ।’

এসময় গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো রাজনৈতিক দলের মতামতকে হেয় না করতে এবং তাদের সম্মান জানাতে দলীয় কর্মীদের নির্দেশনা দেন। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানকে ‘চেতনার ব্যবসায়’ পরিণত না করার আহ্বানও জানান তিনি।

এফএস