আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, এতে দুর্নীতি হয়: তারেক রহমান

বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক আলোচনা সভা
রাজনীতি
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাবো না। এতে দুর্নীতি হয়। আমরা টাকা খরচ করবো শিক্ষার পেছনে। জনবল তৈরির পেছনে। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘কোনো রাজনৈতিক দল পরিকল্পনা দেয়নি আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে। এটা একমাত্র বিএনপি দিয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে সারা দেশের নারী সমাজকে সাবলম্বী করে তুলে অর্থনীর শক্তিশালী ভীত তৈরি করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশ হবে নারী।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করার আহ্বান জানান তারেক রহমান।

এসএস