তারেক রহমানের বাংলাদেশে ফেরা উপলক্ষে লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

তারেক রহমানের বাংলাদেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করেছে
রাজনীতি
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফেরা উপলক্ষে লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গতকাল (সোমবার, ২২ ডিসেম্বর) এ দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি।

দীর্ঘ প্রায় ১৭ বছর লন্ডনে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন তারেক রহমান। দেশের উদ্দেশে তার নিরাপদ যাত্রা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন:

এসময় যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশেষ মোনাজাতে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।

এদিকে তারেক রহমানকে বরণ করে নিতে দেশেও চলছে ব্যাপক প্রস্তুতি। বিএনপির নেতাকর্মীরা তাকে বরণ করে নিতে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এ দিন রাজধানীর ৩০০ ফিট এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশে তাকে সংবর্ধনা দেয়া হবে। এছাড়া তার আগমন ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

এসএইচ