মাকে দেখতে রাতে এভারকেয়ারে গিয়েছিলেন সস্ত্রীক তারেক রহমান

এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান
রাজনীতি
0

মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

গতকাল (রোববার, ২৮ ডিসেম্বর) রাত প্রায় ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারা।

আরও পড়ুন:

এরপর রাত ১২টা ৮ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে আসেন তারা। এর আগে গত শনিবার ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়ার অবস্থা জটিল এবং তিনি অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন।

উল্লেখ্য, দেশে ফেরার পর প্রথমবারের মতো এ দিন দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে অফিস করেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেন।

আরও পড়ুন:

এসএইচ