গতকাল (সোমবার, ৫ জানুয়ারি) রাতে গাজীপুরের টঙ্গীতে জামিনে মুক্তি পাওয়া জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর খোঁজখবর নিতে এসে তিনি এমন মন্তব্য করেন।
তাহরিমার সঙ্গে ন্যায়বিচার করা হয়নি দাবি করে তিনি জানান, পুরো বিষয়টি বানোয়াট ছিল। এসময় নাহিদ বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে চক্রান্ত করা হচ্ছে।’
আরও পড়ুন:
জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের চাঁদাবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিত্রিত করতে মিডিয়ার দ্বারা পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া, আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা পরিস্থিতি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করবে বলে উল্লেখ করে সব দলকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।





