আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বিকেলে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওয়েবসাইটের উদ্বোধন করেন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতেই এমন উদ্যোগ।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘তার নামে আর্থিক অনিয়মের কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি কেউ। এ বিষয়ে কোনো প্রমাণ পেলে বিচার মাথা পেতে নেয়ার কথা জানান তিনি।
বিকেলে জামায়াতের সাথে জোট নিয়ে ফের বৈঠক করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলের এ সংবাদ সম্মেলনে আসিফ জানান, জোটবদ্ধ অবস্থান শিগগিরই জানানো হবে।





