খালেদা জিয়া লন্ডন ছাড়ছেন আজ, বরণে সব প্রস্তুতি সম্পন্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
রাজনীতি
বিশেষ প্রতিবেদন
0

দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করে নিতে প্রস্তুত দলটি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। নেতাকর্মীদের আশা, শারীরিকভাবে সুস্থ থাকলে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন খালেদা জিয়া।

প্রায় চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ (সোমবার, ৫ মে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে বিদায় জানাবেন মাকে। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক, তার উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস ও দুই গৃহপরিচারিকা। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির।

আরো পড়ুন:

খালেদা জিয়ার দেশে ফিরে আসার খবরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। নেতাকর্মীদের একজন বলেন, ‘আমরা অপেক্ষায় আছি আমাদের নেত্রী কখন দেশে ফিরবেন।’

আরেকজন বলেন, ‘এই মুহূর্তে খালেদা জিয়ার জরুরি আসা খুব দরকার।’

বেগম জিয়াকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি। দলটির নেতারা বলছেন, পুরো দেশের মানুষই অপেক্ষা করছে তার আগমনের। শারীরিকভাবে সুস্থ থাকলে রাজনীতিতে সক্রিয় হতে পারেন বেগম জিয়া।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘তিনি যখন দেশবাসী বা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে কথা বলেন সেটা আমি মনে করি সবাইকে উজ্জীবিত করে। রাজনীতিতে ফিরে আসা তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এছাড়া তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে।’

বিমানবন্দর থেকে খিলক্ষেত, আর্মি স্টেডিয়াম, বনানী হয়ে গুলশান-২ এর বাসভবন 'ফিরোজায়' উঠবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এসময় রাস্তায় দুই পাশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন। যানজট এড়াতে এই সড়ক ব্যবহারকারীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ করেছে দলটি।

সেজু