সভাপতি ফারুকের পদত্যাগ ইস্যুতে উভয় সংকটে বিসিবি

ফারুক আহমেদ
এখন মাঠে
0

ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার ৯ মাস না পেরোতেই ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্টের খোঁজে ক্রীড়া মন্ত্রণালয়। তবে একাধিক গণমাধ্যমের খবরে জানা গেছে, পদত্যাগ করতে রাজি নন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। চাপ প্রয়োগ করে তাকে সরানো হলে দেশের ক্রিকেটের ওপর আসতে পারে নিষেধাজ্ঞা। এদিকে খণ্ডকালীন সভাপতি হতে রাজি হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তবে সূত্র বলছে, পদত্যাগের বিষয়ে এখনো নীতিগত কোনো সিদ্ধান্তে আসেননি ফারুক আহমেদ।

বোর্ডের ১৭তম সভাপতি ফারুক আহমেদ দায়িত্বে থাকাকালীন একক সিদ্ধান্ত বা স্বেচ্ছাচারিতা নিয়ে একাধিকবার সমালোচিত হয়েছেন। সাফল্যের পাল্লার চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী। নাকি ব্যর্থতা ছাড়াও আছে অন্য কোনো কারণ এ নিয়ে রয়েছে প্রশ্ন।

এ বিষয়ে সিনিয়র ক্রীড়া সাংবাদিক আতিফ আজম বলেন, ‘ফারুক আহমেদের যদি চলে যেতে হয় তাহলে সেটা তার ব্যর্থতার জন্য নাকি অন্য কোনো কারণে তা ভালোভাবে খতিয়ে দেখা উচিত। শুধু ব্যর্থতার জন্য তাকে বের করে দেয়া হচ্ছে, নাকি তার সাথে এমন কারে বন্ধুত্ব ছিলো যার সাথে এই মন্ত্রণালয়ের বন্ধুত্ব নেই— এই বিষয়গুলো ভালোভাবে খতিয়ে দেখতে হবে।’

তিনি বলেন, ‘ইতিহাস ঘাটলে দেখা যাবে এর আগে শ্রীলঙ্কা, ‘জিম্বাবুয়ের বোর্ড ব্যান হয়েছিলো। যাকে ফারুক আহমেদের রিপ্লেস ভাবা হচ্ছে তিনিও নিশ্চয় সব জেনেশুনেই আসবেন।’

আইসিসির নীতিমালায় স্পষ্ট উল্লেখ আছে ক্রিকেট বোর্ডে সরকার হস্তক্ষেপ করলে আসতে পারে নিষেধাজ্ঞার খড়গ। নতুন করে সভাপতি নিয়ে টানাহেঁচড়ায় তাই নিষেধাজ্ঞার শঙ্কা থাকছেই।

উল্লেখ্য, খণ্ডকালীন নতুন সভাপতি হিসেবে বর্তমানে আলোচনায় আছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিভিন্ন গণমাধ্যমে তিনি বোর্ডে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

তবে যদি তিন মাসের মেয়াদের জন্যই তিনি আসেন সেক্ষেত্রে দেশের ক্রিকেট কতটা উপকৃত হবে সেটা নিয়েও রয়েছে সন্দেহ।

ইএ