অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন; বিপিএল যাবে আইএমজির হাতে

সাংবাদিকদের ব্রিফ করেছেন নাজমুল আবেদীন ফাহিম
ক্রিকেট
এখন মাঠে
0

অক্টোবরের প্রথম সপ্তাহেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হবে বলে জানিয়েছেন বিসিবির সিনিয়র সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। এসময় তিনি জানান, বিপিএলের মার্কেটিং পার্টনার হিসেবে মার্কিন প্রতিষ্ঠান আইএমজিকে সবুজ সংকেত দিয়েছে বিসিবি, চুক্তি সম্পন্ন হয়েছে সাইমন টফেলের সঙ্গেও।

বিসিবির নির্বাচন যেন সংরক্ষিত আসনে সরকার মনোনীত প্রার্থী বসানোর আনুষ্ঠানিকতা। দীর্ঘদিন ধরে এ প্রক্রিয়া চলে আসলেও এবার বিসিবি নির্বাচনের অলিখিত সেই প্রথা ভাঙতে চলেছে। সিলেটে সাধারণ সভা শেষে বিসিবির সিনিয়র সহ সভাপতি নাজমুল আবেদীন ফাহিম সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণায় স্পষ্ট, শিগগিরই নতুন পরিচালনা কমিটি পেতে যাচ্ছে বিসিবি।

নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। নাম রিকমেন্ডের ব্যাপারটা প্রেসিডেন্টের ওপর ছাড়া হয়েছে। তবে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠিত হবে। আমার ধারণা, আমরা দুই-একদিনের মধ্যেই সেটা জানতে পারবো।’

এদিকে বিপিএলের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে ও শৃঙ্খলা ফেরাতে বাইরের প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়ার কথা জানিয়েছিল বিসিবি। লম্বা বাছাই প্রক্রিয়া শেষে মার্কিন প্রতিষ্ঠান আইএমজির সঙ্গে ৩ বছরের চুক্তি করেছে ক্রিকেট বোর্ড। যারা স্পোর্টস মার্কেটিং পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি টেলিভিশন সত্ত্ব নিয়েও কাজ করবে।

আরও পড়ুন:

ফাহিম বলেন, ‘পোস্ট মার্কেটিং কনসালটেন্সি ফার্ম হিসেবে আইএমজিকে অ্যাপ্রুভ করা হয়েছে। আমরা জানি এখন বিপিএলের কী অবস্থা। বিপিএলের মান পুনরুদ্ধার করতে যে পদক্ষেপগুলো নেয়া হচ্ছে, তার মধ্যে এটা একটা অন্যতম। আমরা জানি যে, তারা সবচেয়ে ভালো রেপুটেড ফার্মগুলোর মধ্যে একটি।’

শুধু মাঠের বাইরে নয় খেলার অভ্যন্তরীণ বিষয়েও এবার সতর্ক বিসিবি। বিপিএলে আম্পায়ারিংয়ের মান বাড়ানোর লক্ষে আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার ও পরামর্শক সাইমন টফেলের সঙ্গে ২ বছরের চুক্তি সম্পন্ন করেছে বিসিবি। তবে ২৮ দিনেই বিসিবিতে শেষ হচ্ছে জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাস।

ফাহিম আরও বলেন, ‘সাইমন টফেলের বাংলাদেশের ম্যাচ রেফারি, আম্পায়ারিং সম্পর্কিত যে বিভাগটি আছে সেখানে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় আমরা তাকে দেখতে পাবো। দুই বছরের জন্য তাকে চুক্তিতে আনা হয়েছে।’

পেছনের নানা অসঙ্গতি আর সমালোচনা পাশ কাটিয়ে নতুন শুরুর কর্মযজ্ঞে ব্যস্ত বিসিবি। তবে বারবার শুরুর পর থমকে যাওয়ার পুরোনো বৃত্তে আটকে না থেকে এবার ক্রিকেট বোর্ড ফলপ্রসূ ফলাফল আনতে পারবে কি না— প্রশ্ন থেকে যায় সেখানেই।

এসএইচ