জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল মূলত বিসিবির আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্ব নিয়েছেন। সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যেতে চান তিনি। যে নির্বাচন আগামী অক্টোবরে হওয়ার কথা। এতো অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করে যেতে চান এমন প্রশ্নে তিনি বলেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা কুইক টি-২০ ইনিংস খেলতে চাই।’
বিসিবি সভাপতি বলেন, ‘আজকের বোর্ড সভায় সিএফও নিয়োগসহ আন্তর্জাতিক ম্যাচগুলোকে আরো বেশি বাণিজ্যিকরণ করার সিদ্ধান্ত হয়েছে। আইসিসি বাংলাদেশের ক্রিকেট নিয়ে গর্ব করে, সেই ভাবমূর্তি ধরে রাখা আমার দায়িত্ব। সভাপতি পদে অর্থের জন্য দায়িত্ব নিইনি, সেই কালচার শুরু করব না।’
তিনি বলেন, ‘সভাপতি হওয়ার জন্য আসেনি; এমনকি উপদেষ্টা কিংবা পরিচালকদের সঙ্গে কথাও হয়নি। সবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা আমার। কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ায় খেলোয়াড়রা ভালো সংগঠক হতে পারেনি। তবে এখন আমার দক্ষতা দিয়ে আমার ভূমিকা পালন করব। উপজেলা থেকে কীভাবে বেশি করে খেলোয়াড় তুলে আনা যায়, সেটা নিয়ে কাজ করবো। আমাকে অতীতে যতই হেয় করা হচ্ছে, তবে এসবকে উপেক্ষা করে সবাইকে নিয়ে কাজ করব। কথার বাইরে কাজ করতে চাই।’
জাতীয় ক্রিকেটের সাবেক এই তারকা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট শেষে গেলো ১৯ বছরে উন্নয়ন কাজ করে যাওয়ায় বিসিবির সঙ্গে কাজের সুযোগ পেয়ে ভালো লাগছে। একসঙ্গে কাজ করে ক্রিকেটকে আরো উন্নতি করতে চাই। আমরা অনেক পরিকল্পনা করেছি, সেগুলো বাস্তবায়নের অপেক্ষা আছি।’