গতকাল (মঙ্গলবার, ১৫ এপ্রিল) রাতে করাচি কিংসের বিপক্ষে তিন উইকেট পেয়েছেন ২২ বছর বয়সী রিশাদ।
এদিন চার ওভার বোলিং করে ২৬ রান দিয়েছেন তিনি। ম্যাচে তার দল লাহোর কালান্দার্স জয় পেয়েছে ৬৫ রানে।
শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০১ রান করে রিশাদের দল। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় করাচি কিংস।
বোলিংয়ে আলো ছড়ালেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার। নিজের দ্বিতীয় ম্যাচে তিন বলে দুই রান করে রান আউট হয়েছেন এ ক্রিকেটার।