বিবৃতিতে জানানো হয়, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২১ মে পাকিস্তানের ফয়সালাবাদে পৌঁছাবে বাংলাদেশ। সেখানে ২৫ এবং ২৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ম্যাচ। এ নিয়ে প্রায় ১৭ বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফেরালো পাকিস্তান।
এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে, ১ জুন ও ৩ জুন অনুষ্ঠিত হবে বাকি তিন ম্যাচ। সিরিজ শেষে ৪ জুন দেশে ফেরার কথা রয়েছে শান্তদের।