দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট মিরাজের

চট্টগ্রাম
ক্রিকেট
এখন মাঠে
0

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট শিকারের রেকর্ডে নাম লিখিয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারানোর ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে একাধিক কীর্তি গড়েছেন তিনি।

পিছিয়ে থাকা বাংলাদেশ আরো একবার শরণাপন্ন মেহেদি মিরাজের। সিলেট টেস্ট হারে চতুর্মুখী সমালোচনা আর চাপ নিয়ে চট্টগ্রাম টেস্ট খেলতে নামে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে শেষ বিকেলের ব্যাটিং ধসে চোখ রাঙানি দিচ্ছিলো সিলেট টেস্টের অভিজ্ঞতা।

তবে ত্রাতা হয়ে হাজির বিপদের বন্ধু মিরাজ। সিরিজ বাঁচানোর পাশাপাশি জিম্বাবুয়েকে ইনিংস হারের লজ্জা দিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে।

দলকে জিতিয়ে মেহেদি মিরাজ নাম লিখিয়েছেন অলরাউন্ডারদের অভিজাত তালিকায়। ক্রিকেট ইতিহাসে উনচল্লিশতম ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। পাশাপাশি মাত্রই ২৬ তম ক্রিকেটার হিসেবে ২০০০ রান ও ২০০ উইকেটে এলিট ক্লাবেও প্রবেশ করেছেন অলরাউন্ডার মিরাজ। এই কীর্তিতে অবশ্য সাকিব আল হাসানকে ছাড়িয়ে টাইগার ক্রিকেটারদের মধ্যে দ্রুততম মিরাজ। সাকিব এই কীর্তি গড়েছিলেন ৫৪ টেস্টে বিপরীতে এক টেস্ট কম খেলেই গড়েছেন রেকর্ড।

সেঞ্চুরি ও পাঁচ উইকেটের ক্লাবে টাইগার ক্রিকেটারদের মধ্যে মেহেদি মিরাজ তৃতীয়। মিরাজের আগে এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান ও সোহাগ গাজী।

সিলেট টেস্টে দুই ইনিংসে দশ উইকেট নিলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মিরাজ। তবে বিপর্যয়ের মধ্যেও ব্যাট হাতে সিলেটের ব্যর্থতা চট্টগ্রামে ঘুচিয়েছেন। সাকিব একজনই- তার অভাব অপূরণীয়। তবে প্রয়োজনের সময় ধারাবাহিকভাবে জ্বলে উঠে মিরাজ আবারো মনে করিয়ে দিয়েছেন টাইগার টিমে একজন মিরাজ আছেন। যাকে ভরসা করা যায় বিপদের সময়।

এসএস