আইসিসির এপ্রিল সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মেহেদী মিরাজ

মেহেদী হাসান মিরাজ
ক্রিকেট
এখন মাঠে
0

আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মেহেদী হাসান মিরাজের নাম। গেলো মাসে ব্যাটে বলে অসাধারণ পারফর্ম করে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মনোনয়নের তালিকায় মিরাজের সঙ্গে রয়েছেন আরো দুই ক্রিকেটার।

এপ্রিলে মোট ৮৪ ওভার বল করে ১৫ উইকেট শিকার মিরাজের। এছাড়া ব্যাট হাতে রান করেছেন ১৭৮। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটসহ শেষ ম্যাচে সেঞ্চুরির সাথে এক ইনিংসে ৫ উইকেট নেন মেহেদী মিরাজ। মূলত এ পারফরম্যান্সের কারণেই আইসিসির মাস সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠে মিরাজের।

বাংলাদেশি এই অলরাউন্ডারের সঙ্গে এ নমিনেশন পেয়েছেন আরো দুই ক্রিকেটার। সিলেটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানি ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাক টু ব্যাক ৫ উইকেট নিয়ে নমিনেশন পেয়েছেন নিউজিল্যান্ডের বেন সেয়ার্স।

এএইচ