‘লজিক ছাড়া ক্রিকেট খেলেন ক্রিকেটাররা’

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন
ক্রিকেট
এখন মাঠে
0

লজিক ছাড়া ক্রিকেট খেলেন ক্রিকেটাররা। আমিরাতের সিরিজের আগে প্রেস কনফারেন্সে এভাবেই মতামত জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এ ছাড়াও লিটনের ক্যাপ্টেন্সি, শান্তকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা এবং মিরাজের না থাকার ব্যাখ্যা দিয়েছেন তিনি। তবে পাকিস্তান সিরিজ নিয়ে তিনি বলেছেন, দল প্রস্তুত তবে সফর নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি।

পাকিস্তান সিরিজের নির্ধারিত পাঁচটি টি-টোয়েন্টি আইসিসির এফটিপির অংশ। তবে বর্তমান পরিস্থিতিতে পেন্ডুলামের মতো ঝুলছে সিরিজটির ভবিষ্যৎ। আরব আমিরাত বিপক্ষে সিরিজের আগে তাই পাকিস্তান সফর নিয়ে অবধারিত প্রশ্নের উত্তরই দিতে হলো মোহাম্মদ সালাহউদ্দিনকে। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ অবশ্য বল ঠেলে দিয়েছেন বিসিবির কোর্টেই।

জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘এইটা আসলে আমাদের ওপর না। বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। দুই বোর্ড মিলিয়ে সিদ্ধান্ত হবে সিরিজ হবে কী হবে না। আমরা আমাদের মতো প্রস্তুতি নিচ্ছি।’

গত কিছুদিন ধরেই মাঠের ক্রিকেটে নিম্নমুখী পারফরম্যান্স জাতীয় দলের। স্কিল-ফিটনেসে ঘাটতি নেই কিন্তু আউট হওয়ার ধরন দৃষ্টিকটু! কেন? সেই ব্যাখ্যায় দ্রুত সমাধানের প্রক্রিয়ার কথা জানিয়েছেন কোচ। পাশাপাশি টিম কম্বিনেশনে অলরাউন্ডার সংকট নিরসনের রাস্তায় দেখিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘খেলা আসলে মাথায়। আমরা কীভাবে ক্যালকুলেশন করতেছি। আমরা কী লজিক্যাল ওয়েতে খেলছি কি না। আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি। সমস্যা আসলে মাথায়, কীভাবে তা সমাধান করা যায় তা নিয়ে কাজ শুরু করেছি।’

মোহাম্মদ সালাহউদ্দিনের ভাষায় বাংলাদেশে ক্যাপ্টেন্সি করা চ্যালেঞ্জিং। ক্ষেত্র বিশেষে পরিপূর্ণ স্বাধীনতা পান না ক্যাপ্টেন। লিটনের ক্যাপ্টেন্সি, শান্ত-মিরাজদের টি-টোয়েন্টিতে থাকা-না থাকার ব্যাখ্যাও দিয়েছেন সালাউদ্দিন।

মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘একা আমরা পারফর্ম করি না। যদি আমার অনেক ভালো খেলোয়াড় থাকতো তাহলে অধিনায়কত্ব করা সহজ হতো।’

বাংলাদেশ ক্রিকেটে সমস্যার শেষ নেই, যার উৎকৃষ্ট উদাহরণ ফেভারিট ফরম্যাট ওয়ানডে ক্রিকেটের র‍্যাংকিংয়ে অবনমন। তাই নড়বড়ে অবস্থানে থাকা টি-টোয়েন্টি নিয়ে শঙ্কা থেকেই যায়। তবে সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন ইতিহাসে বিশ্বাসী নন।

সেজু