দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
ক্রিকেট
এখন মাঠে
0

রাকিবুল ইসলামের দুর্দান্ত ফিনিশিংয়ে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান তোলেন দুই ওপেনার মুহাম্মদ মানাক ও মিকাইল প্রিন্স।

মানাকের উইকেট নিয়ে মাফফুজুর রাব্বি ছন্দপতন ঘটান। এরপর আহরার আমিনের জোড়া আঘাত আর রাকিবুলের দুর্দান্ত বোলিংয়ে ৭৯ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

তবে দুই প্রোটিয়া ব্যাটার কনর ও সিমলেনের হাফসেঞ্চুরিতে চাপ সামলে দলীয় স্কোরবোর্ডে ৩০১ রান জমা করে দক্ষিণ আফ্রিকা ইমারজিং দল।

জবাবে ব্যাট করতে নেমে রবিন ও জিসান দারুণ শুরু এনে দেন ইমারজিং টাইগারদের। জয়ের পথে থাকলেও আরিফুল, আহরার আমিনদের দ্রুত বিদায়ে পথ হারায় বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির আশা জাগিয়েও ৮৭ রানে আউট হন রাবিন।

তবে অধিনায়ক আকবর আলী ও রাকিবুলের চমৎকার ব্যাটিংয়ে তিন উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ।

এসএস