অনিশ্চিত পাকিস্তান সফর; আমিরাতের পথে বাংলাদেশ দলের একাংশ

বাংলাদেশ দলের একাংশ
ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তান সফর অনিশ্চয়তায় রেখেই আরব আমিরাতের জন্য দেশ ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ (বুধবার, ১৩ মে) সকালের ফ্লাইটে দুবাই যাত্রা করেছেন সহ-অধিনায়ক শেখ মেহেদীসহ রিশাদ-নাহিদরা। সঙ্গে আছেন হেড কোচ ফিল সিমন্সও।

দীর্ঘ সময় পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশ ছাড়লো টাইগারদের টি-টোয়েন্টি দল। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর প্রায় পাঁচ মাস সংক্ষিপ্ত ফরম্যাটে ম্যাচ খেলেনি শেখ মাহেদী-তানজীম সাকিবরা। অবশেষে আরব আমিরাত সিরিজের মধ্যে দিয়ে বিরতি ভাঙতে যাচ্ছে টাইগাররা।

মূলত লিটন দাস-শেখ মেহেদীদের নেতৃত্ব এটা বাংলাদেশের প্রথম অ্যাসাইনমেন্ট। পাশাপাশি আমিরাত সিরিজ দিয়েই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু টি-টোয়েন্টি দলের।

দুই ভাগে আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ফ্লাইটে দুবাইয়ের ফ্লাইট ধরেছেন ১৭ জন আর দ্বিতীয় ফ্লাইটে অধিনায়ক লিটনসহ ৮ জনের যাবার কথা রয়েছে। ১৭ ও ১৯ মে শারজাহ স্টেডিয়ামে খেলা দুটি অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে মাঠে খেলা গড়াবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

আরব আমিরাত সিরিজের পরেই পাকিস্তান সিরিজ। তবে জম্মু কাশ্মীর ইস্যুতে অনিশ্চয়তা বিরাজমান পাকিস্তান সফর নিয়ে। তবে বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে সরকারের উচ্চ পর্যায় থেকে নিরাপত্তা ইস্যুতে সবুজ সংকেত পেলে পাকিস্তান সফর করবে বাংলাদেশ।

সেজু